দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলার আসামী নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ (৫৫) কে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শাহিদ মাহমুদের বিরুদ্ধে হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ৮ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশ হেফাজতে তাকে নীলফামারী কোর্টে হাজির করে। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের আন্দোলন-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘটিত নাশকতামূলক ঘটনায় শাহিদ মাহমুদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার সম্ভব হয়েছে।