সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার অপরাধ ৩ জেলে আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৫ পিএম
সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার অপরাধ ৩ জেলে আটক

সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে কাঁকড়া ধরার অপরাধ ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি ডিঙি নৌকা, কাঁকড়া সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।  জানা গেছে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে ভ্রমরখালী বন টহল ফাঁড়ির অধিনস্থ কোদালকাটা খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন,দাকোপ উপজেলার পানখালী গ্রামের শহীদ শেখ, একতার শেখ ও শরিফুল ইসলাম। অিিভযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ও ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিম। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে ১০ সেপ্টেম্বর সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে