দৌলতপুরে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৩ পিএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৩ পিএম
দৌলতপুরে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগয়ান কান্দির পাড়ায় মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে জাকির বিশ্বাস সহ আরও ৫ জন। নিহত হয়েছে সরদার গ্রুপের কান্দির পাড়া গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫২)। এ,সময় তাঁর ভাগনে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫) রক্তাক্ত জখম হলে ওই রাতেই আসংখ্য জনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কা জনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় সারফান সর্দার। গুরুতর আহত অবস্থায় বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য। আহত আরও ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে সর্দার গ্রুপের ১জন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী টহল ও অব্যাহত রয়েছে । এ ঘটনায় ঐ রাতেই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে