কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজারে দুইটি স্থানে ষ্টিল বডি নৌকা দিয়ে অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী নেতাদের চত্র ছায়ায় থেকে বালু আন লোড করছে রাত ও দিনে। কিন্তু তারা সরকারি বিধি মালা তোয়াক্কা না করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আজ বিকেলে সরজমিন গেলে নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন পথচারি ও রিক্সা চালকরা জানান, বালু আন লোড করা কোন বিষয় নয়। তবে রাস্তার উপরে বর করে আইল্যান্ড করার কারণে যাত্রি এবং তাদের গাড়ি উল্টে পড়ার সম্ভাবনা থাকে। তারা আরো বলেন, কোনো সময় এই আইল্যান্ডের ফলে গাড়ি থেকে যাত্রি পড়ে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী মন্তব্য করে বলেন, এই বালু আন লোড করার ফলে পাশে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। আজ বুধবার বিকেলে হিলচিয় স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি ও বালু ব্যবসায়ি মামুন মিয়াকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিন বডি বালু আন লোড করেছেন। প্রশাসনের বিষয়ে অনুমোতি নেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি তেমন কিছু বলতে পারেন নি। শামীম মিয়া নামের এক নেতাকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।