পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী আজ/বুধবার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের যে নিরঙ্কুশ বিজয়, এর প্রভাব চাকসু, রাকসু ও জাকসুতেও পড়বে এবং সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। তিনি বলেন মানুষকে ভয় দেখিয়ে বা কাউকে ধমক দিয়ে শিবির বিজয়ী হয়নি, শিবির বিজয়ী হয়েছে মানুষকে ভালোবেসে, মানুষকে শ্রদ্ধা ও সম্মান করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বেলা ২ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি যখন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদ নির্বাচন করি তখন আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলার বিচার চলছিলো। ওই সময় আমি নির্বাচনে দাঁড়িয়েছি এ জন্য যে, আমার পিতা যদি মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করে থাকে তাহলে জনগন আমাকে ভোট দিবেনা। আর যদি আমার বাবা অন্যায় না করে থাকে তাহলে জনগন আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমার বাবা মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করেনি বলেই জনগন আমাকে বিপুল ভোটে জয়ী করেছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমাকে বিজয়ী করবে। পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে সেই সরকার কোনোভাবেই ফ্যাসিস্ট হয়ে আবির্ভুত হতে পারবে না। তিনি বলেন ১৯৭১ এর চেতনায় আমরা বিশ্বাসী। কারন ৭১ এর চেতনা ছিলো শোষন-বৈষম্যের বিরুদ্ধের চেতনা। ৭১ এর চেতনার ধারাবাহিকতাই হচ্ছে ২৪ এর জুলাই আন্দোলনের চেতনা। সুতরাং আমাদেরকে সেই চেতনা ধারন করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন আমরা লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি করি না আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ওই সব অপকর্ম কাউকে করতেও দেবনা।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা আ: রাজ্জাক ও অন্যান্য নেতৃবৃন্দ।