মাদককাণ্ডে নাম জড়ানো বিষয়ে যা বললেন সাফা কবির

এফএনএস বিনোদন | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩১ পিএম
মাদককাণ্ডে নাম জড়ানো বিষয়ে যা বললেন সাফা কবির

মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গেল বছরের ১৭ অক্টোবর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে দেশের জনপ্রিয় অভিনেত্রী-সাফা কবির, মুমতাহিনা চোধুরী টয়া, তানজিন তিশা এবং সুনিধি নায়েকের নাম। ওই সময় মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। মাদককাণ্ডে জড়িত থাকার বিষয়ে সরব হয়েছিলেন তিশা এবং টয়া। এই ঘটনার প্রায় এক বছর পর মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নেন সাফা। যেখানে ক্যারিয়ার ও জীবনের নানা বিষয়ে কথা বলেন তিনি। সেখানেই মাদককাণ্ডের খবর নিয়ে প্রথমবারের মতো কথা বলেন তিনি। সাফা কবির বলেন, নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন-চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না? যে এ মেয়েগুলোর লাইফের কী হবে? সাফার মতে, না জেনে সামাজিকমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। এই অভিনেত্রী বলেন, আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার। মাদককাণ্ডে নাম জড়ানোর পর একের পর এক কাজ হারাতে থাকেন সাফা। সে সময়ের দুর্বিষহ দিনে শোবিজের কয়েকজন বন্ধু তার পাশে দাঁড়িয়েছিলেন বলে ও জানান অভিনেত্রী।