খুলনার দিঘলিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব, উপজেলা খাদ্য বান্ধব কমিটি দিঘলিয়া খুলনা'র মো:রফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে এ লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ডিলার দের নাম ঘোষণা করা হয় এবং তাদের আগামী দিনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।