তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক আশাশুনি শাখায় গ্রাহক সেবা পক্ষ পালন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় হাজী মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখায় গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক রাম প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার কৃষ্ণ চন্দ্র সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা উপ-ব্যবস্থাপক এসএমএ কাইয়ুম। অন্যদের মধ্যে শাখা ঋণ বিভাগ কর্মকর্তা তরিকুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল হান্নান, সাবেক স্বাস্থ্যকর্মী আব্দুল হাকিম, গ্রাহক শওকাত হোসেন, আশাশুনি সরকারি কলেজের ছাত্র সালাহ রিয়াদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শামসুর রহমান, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান, এম এম সাহেব আলী মোড়ল উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি কাজের জন্য ১২.৫০% ও ৮% সুদে ঋণ দিয়ে থাকে। তিনি সকলকে সঞ্চয়ী মনোভাবী হয়ে কৃষি ব্যাংকে হিসাব খোলার আহবান জানান।