কচুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

এফএনএস (আয়শা সিদ্দিকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ পিএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ পিএম
কচুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান কচুয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায়  করেন।কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।

গতকাল বিকালে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে  কচুয়া বাজারের শাপলা স্টোরের মালিক  ইদ্রিস আলী কে  ১ হাজার টাকা, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার কারণে মিরাজ স্টোরের মালিক মিরাজকে ১ হাজার টাকা ও  নোমান স্টোর এর মালিক নোমানকে ১  হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আলী হাসান আমাদের প্রতিনিধি কে বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, ভবিষ্যতে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে