আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দী প্রদান

সেনবাগে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, ডাকাত গ্রেপ্তার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৫ পিএম
সেনবাগে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, ডাকাত গ্রেপ্তার

সেনবাগে দুর্ধষ ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে মোঃ আমিনুল ইসলাম (২৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ ।গ্রেফতারকৃত আমিনুল ইসলাম নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলা আহমুদপুর ইউপির জোগাড়দিয়া ভূঁইয়া বাড়ির বাতেন ভূইয়া ছেলে।

জানাগেছে গত ২৫আ্েগষ্ট রাত ১টা ৪০মিনিটের সময় উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের স্কুল শিক্ষক জাহিদুল আলমের ডাকাতির সংগঠিত হয়। খবর পেয়ে  সেনবাগ থানা পুলিশ ও নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল এবং নোয়াখালী গোয়েন্দা পুলিশ(ডিবি) ঘটনাস্থল পরিদশন করে। একই রাতে জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে পৃথক আরো দুইটি ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু ক্লুলেন্স ডাকাতির ঘটনা উদঘাটনের লক্ষে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্ আল্ ফারুক নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), বেগমগঞ্জ সার্কেল এবং চাটখিল সার্কেলের নেতৃত্বে একটি যৌথ পুলিশ টিম গঠন করা হয়। এরপর উক্ত টিম তথ্যপ্রযুক্তির সহযোগীতায় আমিনুল ইসলামকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করে।  

এরপর জিজ্ঞাসাবাদে সে ডাকাতি ঘটনায় জড়িত বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করলে বুধবার সে ডাকাতির ঘটনায় জড়ির বলে স্বীকারোক্তিমূলক জবারবন্দী প্রদান করে এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামীদের নামা ঠিকানা প্রকাশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে