সাংবাদিক নির্যাতনের ঘটনায় আলোচিত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে তার বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে। এই সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য থাকবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে গৃহীত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সম্প্রতি জারি করা হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত সাংবাদিক নির্যাতন মামলায় সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করে।
সাংবাদিক নির্যাতনের এই ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১৩ মার্চ। ওইদিন গভীর রাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে নিজ বাসা থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসন। পরবর্তীতে দাবি করা হয়, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে। তবে আরিফুলের পরিবার অভিযোগ করে, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণেই তাকে হয়রানির শিকার হতে হয়েছে।
ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন সুলতানা পারভীন। বিভাগীয় মামলায় তাকে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করে শাস্তি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সেই শাস্তি প্রত্যাহার করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিক পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন, যা এখনও বিচারাধীন।