রাজারহাটে সিটিজেন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম
রাজারহাটে সিটিজেন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘দুর্য়োগের সময় অসত্য তথ্য বা গুজব ছড়ালে সংশ্লিষ্ট এলাকায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এ কারনে শুধু দুর্যোগ নয়, বরং সব সময় সত্য তথ্য প্রচার ও প্রকাশ করতে হবে।’ বুধবার(১০ সেপ্টেম্বর) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউজ এর উদ্দ্যোগে দ্বিতীয় ব্যাচে সিটিজেন জার্নালিজম ও জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফরমাল ফাইন্যান্স সেক্রেটারি মোঃ জাকির হুসাইন। এরপর তিনি সিটিজেন সাংবাদিকতা কি, এর গুরুত্ব এবং কেন প্রয়োজন, দুর্যোগকালীন সময়ে সিটিজেন সাংবাদিকগন কিভাবে রিপোর্ট করবেন সে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলে দিনব্যাপি সিটিজেন জার্নালিজম ও জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত, লাইট হাউজ এর আইসিটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম ও প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ। প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং উলিপুর তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ৩৫ জন স্বেচ্ছাসেবক অশংগ্রহন করেন। লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত জেন্ডার সহিংসতা রির্পোটিং বিষয়ে ওয়েব পোর্টাল reportnowbd.com এ কিভাবে তথ্য প্রদান করবেন তা সঠিকভাবে সকল স্বেচ্ছাসেবকদের বুঝিয়ে দেন এবং এক এক প্রকল্পের ধারনা প্রদান করেন। এছাড়া জেন্ডার ইকুয়ালিটি এবং সোস্যাল ইনক্লুশন নিয়ে সেশন প্রদান করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাতউপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী, অঞ্জলী রানী ও রোকেয়া খাতুন। শেষে লাইট হাউজ এর পক্ষ থেকে সেচ্ছাসেবকদের মাঝে এ্যাপ্রোন বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে