ভূঞাপুর শহরজুড়ে আমূল পরিবর্তন, আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম
ভূঞাপুর শহরজুড়ে আমূল পরিবর্তন, আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ও কার্যকর পদক্ষেপে বদলে যেতে শুরু করেছে পুরো উপজেলার চিত্র। দায়িত্ব নেওয়ার মাত্র ২০ দিনের মধ্যেই শহরজুড়ে এসেছে আমূল পরিবর্তন।

আগের মতো আর নেই বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে লম্বা যানজট। নিয়মিত মনিটরিং ও কড়াকড়ি পদক্ষেপের কারণে যাত্রীদের ভোগান্তি অনেকটা কমেছে।

শহরের পরিচ্ছন্নতা এখন চোখে পড়ার মতো। রাতের আধারে পরিচ্ছন্ন কর্মীদের সাথে ঘুরে ঘুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মোঃ রাজিব হোসেন। ফলে শহর এখন আগের তুলনায় অনেক গোছানো ও সুন্দর।

অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে নিয়মিত অভিযান। একের পর এক অভিযানে দিশেহারা হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা। সাধারণ মানুষের ধারণা-এবার হয়তো সত্যিই মাদকমুক্ত হবে ভূঞাপুর।

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও সহকারী কমিশনার (ভূমি) - চার শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন তরুণ প্রশাসক মোঃ রাজিব হোসেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ভূঞাপুরকে একটি মডেল পৌর শহরে রূপান্তরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সচেতন মহল  বলছেন-

“চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিদায় ঘণ্টা এখন বাজতে শুরু করেছে। মানুষ স্বস্তি পাচ্ছে।” সর্বমহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই কর্মকর্তা। তার উদ্যোগগুলোকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সচেতন মহল মনে করছে-এই ধারাবাহিকতা বজায় থাকলে ভূঞাপুর একদিন সত্যিকারের মডেল শহরে রূপ নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে