রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নতুন নিষেধাজ্ঞা দিল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ পিএম | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৮ পিএম
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নতুন নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীর গুরুত্বপূর্ণ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই নির্দেশনা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জারি করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখস্থ এলাকায় কোনো সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে ৪ সেপ্টেম্বর ডিএমপি একই ধারায় জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, সচিবালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর রোববার থেকে কার্যকর হয় এবং তা এখনও বহাল আছে। পূর্বের ওই নিষেধাজ্ঞার আওতায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ও সংলগ্ন এলাকা, বাংলাদেশ সচিবালয়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকায় সভা-সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপির এই ধারাবাহিক নির্দেশনায় রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক এলাকাগুলো কার্যত সভা-সমাবেশমুক্ত রাখা হচ্ছে, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের কঠোর অবস্থানকে নির্দেশ করে।

আপনার জেলার সংবাদ পড়তে