মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ পিএম
মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

ঝিনাইদহ মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রামে বিজিবি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানএ তথ্য জানানো হয়।বিজিবি জানিয়েছে,বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপি'র সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা গ্রামের একটি খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে