বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি রোধে সচেতনতা মূলক সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি রোধে সচেতনতা মূলক সভা

সাম্প্রতিক সময়ে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার, মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। এই চুরির ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রেলবাজার হাট প্রাঙ্গণে রেলবাজার বণিক সমিতির আয়োজনে এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরী) জিল্লুর রহমান, এজিএম (অর্থ) সিরাজুল ইসলাম, এজিএম ( সদস্য সেবা) মো.সাকের, পবিস এলাকা পরিচালক সাহেব আলি মাষ্টার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ, ব্যবসায়ী পাঞ্জাব বিশ্বাস, মতিউর রহমান প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে