ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২০ এএম | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৫ পিএম
ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে উদাহরণ টেনে জাতীয় সংসদ নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে অনেক প্রার্থী কারচুপির অভিযোগ করেছেন। এ বিষয়ে বারবার জবাব দেওয়া হয়েছে। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, জাহাঙ্গীরনগরের নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আশা করি জাতীয় নির্বাচনও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অন্যবারের তুলনায় এবারের নির্বাচন অনেক ভালোভাবে হয়েছে। আইনশৃঙ্খলাও সন্তোষজনক পর্যায়ে ছিল। আগে কিছুটা দুর্বলতা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাসপোর্ট অফিস পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট পেতে আগে যে সময় লাগতো এখন তা কমিয়ে আনা হয়েছে। আরও কমানো যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নাগরিক সেবাকেন্দ্র চালু হয়েছে, যাতে মানুষ সহজে পাসপোর্ট পেতে পারে। পাশাপাশি পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনও বাতিল করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে