ইন্দুরকানীতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপককে বিদায়ী সংবর্ধনা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
ইন্দুরকানীতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপককে বিদায়ী সংবর্ধনা

পিরোজপুরের ইন্দুরকানীতে রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল রাজ্জাককে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রূপালী ব্যাংক ইন্দুরকানী শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শাখা ব্যবস্থাপক মো. আব্দুল রাজ্জাক, নবযোগদানকৃত ব্যবস্থাপক মো. ইমরান হোসেন, রূপশী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী বাজার পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম শহিদ, সদস্য খাইরুল বাশার ও রহুল আমিন মাতুব্বর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. মারুফ হোসেন।

বক্তারা বিদায়ী ব্যবস্থাপক মো. আব্দুল রাজ্জাকের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

বিদায়ী ব্যবস্থাপক আব্দুল রাজ্জাক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইন্দুরকানীর মানুষের সহযোগিতা ও ভালোবাসা সবসময় আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে