শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ পিএম
শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন সভাপতিত্ব করেন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকি, যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী,  শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. সৈয়দ সালাউদ্দিন, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অজয় দেবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের সম্পাদক কামরুল ইসলাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মোজাহিদুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস, ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন এবং সুদীপ দাস রিংকুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পূজা কমিটির নেতারা।

তাঁরা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রীমঙ্গলের মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে পূজামণ্ডপ এলাকায় আলো, পানি, বিদ্যুৎ, মাইক ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন সভায় বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, আনসার, ভলান্টিয়ার এবং পুলিশের টহল দল কাজ করবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।

এ বছর শ্রীমঙ্গল উপজেলায় মোট ১৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে ইতোমধ্যে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। মণ্ডপ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে তারা স্বস্তির সাথে পূজা আয়োজন করতে পারবেন।

শ্রীমঙ্গলের মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী। প্রশাসনের প্রতিশ্রুতি ও সর্বস্তরের সহযোগিতা মিললে এ বছরও শারদীয় দুর্গাপূজা শ্রীমঙ্গলে পরিণত হবে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তে।

আপনার জেলার সংবাদ পড়তে