পার্বতীপুরে ব্যবসা পরিকল্পনা সভা, পুরস্কার ও বীমা মেয়াদপূর্তির চেক প্রদান

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ পিএম
পার্বতীপুরে ব্যবসা পরিকল্পনা সভা, পুরস্কার ও বীমা মেয়াদপূর্তির চেক প্রদান

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ ব্যবসা পরিকল্পনা সভা, দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, পুরস্কার বিতরণ ও বীমা পলিসি গ্রাহকের মেয়াদপূর্তির চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুর শাখা কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি- সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের (রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল-কামাল। এতে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেনারেল মানেজার (জিএম) মোঃ ফিরোজ সরদার সাজু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বিন্ন্যাকুড়ি শাখা অফিসের ডিজিএম ও ইনচার্জ হারুন অর রশিদ, চিরিরবন্দর শাখা অফিসের এজিএম ও ইনচার্জ মিন্টু রাম সিংহ ও সৈয়দপুর শাখা অফিস বিএম ও ইনচার্জ জাহিদুল ইসলাম। ব্যবসা পরিকল্পনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিরিরবন্দর, সৈয়দপুর ও পার্বতীপুর এলাকার প্রায় ১০০ সফল উন্নয়ন কর্মী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০জন সফল কর্মকর্তাকে উৎসাহ মূলক পুরস্কার তুলে দেয়া হয়। 

এব্যাপারে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের (রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল বলেন, কর্মক্ষেত্রে আজকের এই কর্মশালা আগামীদিনের বড় ভূমিকা রাখবে। সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ বীমায় সঞ্চয় করা হয় নিরাপদ পরিবারের আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত। দ্রুত বিমা দাবি প্রদানে অঙ্গীকারবদ্ধ। 

আপনার জেলার সংবাদ পড়তে