চাঁদপুর সদর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৭ পিএম
চাঁদপুর সদর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চাঁদপুর জেলার  চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়রম্যান, প্রশাসকবৃন্দ,স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব ও কর্মশালা পরিচালনা করেন অত্র উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত  ও পরিচালনা করেন বাপ্পী দত্ত রনি সহকারী কমিশনার ভূমি, চাঁদপুর সদর উপজেলা ও মমতাজ বেগম , জেলা ম্যানেজার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়  প্রকল্প, চাঁদপুর। সভার উদ্দেশ্যঃ গ্রাম আদালত পুনরায় সক্রিয় করতে স্থানীয় প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অনুপস্থিতি এবং স্থানীয় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা, চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কার্যকর কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম পুনরায় সক্রিয় করা, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে গ্রাম আদালত ব্যবস্থাকে সমর্থন করার বিষয়ে ঐক্যমত গঠন করা, স্থানীয় নেতাদের মধ্যে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ ও স্থানীয় জনগণের বিচারিক সেবা নিশ্চিতকরণে সহায়তা করা।

আলোচ্য বিষয় হলোঃ----

সভার  উদ্দেশ্য বর্ণনা

গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ সমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি । মামলার ধরণ, এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া।

বর্তমানে  ইউনিয়ন পর্যায়ে চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের উপায়, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের ভূমিকা, গ্রাম আদালত পূনঃ সক্রিয়করণ বিষয়ে কর্মপরিকল্পনা ও সুপারিশ সমূহ।

উম্মুক্ত আলোচনা: উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি উন্মুক্ত  আলোচনার আহবান জানান  এতে একে একে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও প্রশাসনের সহায়তা চান। তিনি সবাইকে প্রশাসনের পক্ষ থেকে সহয়তার আশ্বাস প্রদান করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে