মাহবুব আলমগীর আলো

আগামীর চ্যালেঞ্জিং বিশ্বকে নেতৃত্ব দিতে ছেলেমেয়েকে সুশিক্ষিত করতে হবে

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম
আগামীর চ্যালেঞ্জিং বিশ্বকে নেতৃত্ব দিতে ছেলেমেয়েকে সুশিক্ষিত করতে হবে

আগামীর চ্যালেঞ্জিং বিশ্বকে নেতৃত্ব দিতে ছেলেমেয়েকে সুশিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপি'র আহবায়ক মাহবুব আলমগীর আলো, বৃহস্পতিবার গাবুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবদুর রহিম এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান সার্বিক নির্দেশনায় এবং ইয়াছিন সুমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান। কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ মৎস্য জীবি দলের আহ্বায়ক ভিপি আলাউদ্দিন। বেগমগঞ্জ উপজেলা বিএনপির কমিটির সদস্য আবু নাসের মামুন সহ অনেকেই। 

আপনার জেলার সংবাদ পড়তে