গাজায় একদিনে ঝরলো আরও ৭২ প্রাণ, ক্ষুধা-অপুষ্টিতে ৭ মৃত্যু

এফএনএস অনলাইন:
| আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম
গাজায় একদিনে ঝরলো আরও ৭২ প্রাণ, ক্ষুধা-অপুষ্টিতে ৭ মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন ফিলিস্তিনি। এ সময় শুধু ক্ষুধায় মৃত্যু হয়েছে ৭ জনের, এদের মধ্যে শিশু রয়েছে একজন। এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৭১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত একদিনে হাসপাতালে ৭২ জনের মরদেহ পৌঁছেছে, আহত হয়েছেন ৩৫৬ জন। এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জনে। আর অনেক নিহত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়া, তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৮৭ জন আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৬৫ জনে, আর আহতের সংখ্যা অন্তত ১৭ হাজার ৯৪৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃত সাতজনের মধ্যে একজন শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১১ জনে, এদের মধ্যে শিশু ১৪২ জন। এর মধ্যে গত মাসে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি গাজাকে আনুষ্ঠানিকভাকে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণার পর থেকে মারা গেছেন ১৩৩ জন, এর মধ্যে শিশু ২৭ জন।