প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৭ এএম
প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত

আশাশুনি উপজোলার প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনে পুড়ে লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।  হিজলিয়া গ্রামের গাজী বাড়ির ময়না খাতুন (৬০)  ঘটনার রাতে কেরোসিন বাতি (টেমি) জ্বালিয়ে ঘরের খাটের কিনারে রেখে প্রকৃতির ডাকে ঘরের বাইরে ল্যাট্রিনে যান। পিছন ফিরে দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। তার চিৎকারে পাশের লোকজন জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তার ও পাশের আরেকটি ঘর ও ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে ময়নার পাশাপাশি রাফেজা খাতুনের ঘর, দুই শতাধিক হাঁস মুরগি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মসজিদের মাইকে আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আপনার জেলার সংবাদ পড়তে