নড়াইলে ওয়ার্ড নেতাদের নির্বাচন বিষয়ক কর্মশালা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৭ পিএম
নড়াইলে ওয়ার্ড নেতাদের নির্বাচন বিষয়ক কর্মশালা

নড়াইলে ওয়ার্ড দায়িত্বশীলদের নির্বাচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জামায়াতের ওয়ার্ড পর্যায়ের আমির ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।

জেলা আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য  যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস ও মাওলানা মির্জা আশেক এলাহি, জেলার সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবুল বাশার ও অধ্যাপক আব্দুস সামাদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামিরুল হক টুটুল, খিয়াম উদ্দিন ও ডক্টর খান আব্দুস সোবহান। 

প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। আগামী ফেব্রুয়ারিতে সরকার সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। জামায়াতে ইসলামির আমির ডাক্তার শফিকুর রহমান সবার আগেই এ নির্বাচনের দাবি জানিয়েছিলেন। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি আছি। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। 

আপনার জেলার সংবাদ পড়তে