গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই: বিএনপির দুদু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ পিএম
গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই: বিএনপির দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে বললেন, “কীভাবে নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই। বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে।”

তিনি বলেন বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে