যীশু খ্রীষ্টের জন্মদিনের আনন্দকে খ্রিস্ট বিশ্বাসীর মনে জাগিয়ে তুলতে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী উপজেলার প্রতিটি গীর্জায় গীর্জায় উদযাপিত হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর প্রাক বড়দিন। ১লা ডিসেম্বর প্রতিটি সীমান্ত জনপদের খ্রীষ্টিয়ান সোসাইটির আয়োজনে এই প্রাক-বড়দিন আয়োজন শুরু হয়ে ২৫ শে ডিসেম্বর জাঁকজমকপূর্ণ ভাবে শেষ হবে। এ উৎসব নিয়ে বরুয়াকোনা ও বালুচড়া মিশনের ফাদার অঞ্জন জাম্বিল ও প্লিনচন মানকিং বলেন, সারা দেশে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে নানান আয়োজনে খ্রীস্টবিশ্বাসী সবার মনে মহানন্দের আগাম বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করে থাকে। তদ্রুপ আমাদের কলমাকান্দা উপজেলাও খ্রীস্টধর্মাম্বীদের যীশুর জন্মদিনের অগ্রীম আনন্দকে ভাগাভাগি করতে নানান আয়োজন করা হয়। গীর্জায় গীর্জায় প্রার্থনা অনুষ্ঠানের পরে কেক কাটা, আতশবাজি, প্রীতিভোজের আয়োজন ও আনন্দ কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে শেষ করে থাকে। এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খ্রীস্টধর্মাম্বীদের এ আয়োজন ঘিরে আমাদের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি গীর্জা ও ব্যাপিষ্টে থাকবে, যেনো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই দিকে পুলিশ সর্তক অবস্থানে থাকবে।।