কাহারোলে পাটের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি পাট চাষীরা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
কাহারোলে পাটের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি পাট চাষীরা

দিনাজপুরের কাহারোল উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে দাম ও ভাল পেয়ে কৃষকেরা খুশি। গত বছরের তুলনায় এবার পাটের ফলন ও দাম বেশী পাচ্ছে কৃষকেরা।  শুক্রবার বলেয়া হাটে প্রতি মন পাট বিক্রি হয়েছে ৩ হাজার ৭ শত থেকে ৩ হাজার ৮ শত টাকা। কাশিপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান ৫০ শতক জমিতে পাটের আবাদ করেছিলেন ১১মন পাট পেয়েছেন। বর্তমান বাজারে পাটের দাম ৪২ হাজার টাকা উৎপাদন খরচ ১৫ হাজার টাকা। লাভ হযেছে ২৭ হাজার টাকা। একই এলাকার কৃষক জামাল উদ্দীন বলেন, তিনি ৩৩ শতক জমিতে পাট চাষ করেছেন ৭মন পাট পেয়েছেন। ২মন পাট বিক্রি করেছেন ৮ হাজার টাকা দিয়ে। তিনি বলেন, পাট আবাদ করে অনেক কৃষক লাভবান হচ্ছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে ্ এবার উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহান বীশ বলেন, এবার কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ করা হয়েছিল। বর্তমান বাজারে পাটের দাম বেশী থাকায় কৃষকেরা লাভের মুখ দেখছেন। কৃষকদের পাট চাষে সকল প্রকার সহযোগীতা ও পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। 

আপনার জেলার সংবাদ পড়তে