পাশ্ববর্তী উপজেলা চিরিরবন্দর থেকে পার্বতীপুর খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা দেখতে আসে। মেলা দেখা শেষে বাড়ী ফেরার পথে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কের হুগলিপাড়া নামক এলাকায় একটি কাভার্টভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাসুদ রানা’র মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুইজন আহত হয়েছেন। পার্বতীপুর মডেল থানা পুলিশ কাভার্টভ্যানটি আটক করেছে। কাভার্টভ্যান চালক পলাতক রয়েছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কের হুগলিপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল (দিনাজপুর-হ-১৮-৯৩১৩) ডিসকভার ১১০ সিসি) আরও দুই আরোহী মাসুম ও মোস্তাইন ইসলাম রিফাত আহত হন। নিহত মাসুদ রানা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে। আহত মোহাম্মদ মাসুম পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী কুতুবপুর গ্রামের মেজবাউল হক ছেলে এবং মোস্তাইন ইসলাম রিফাত উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত ৯টায় সেনাবাহিনী, পুলিশ ও পার্বতীপুর ফায়ার সার্ভিস দমকলবাহিনীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিত মৃত্যুর মামলা হয়েছে।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পাশ্ববর্তী উপজেলা চিরিরবন্দর থেকে পার্বতীপুর খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা দেখতে আসে। মেলা ঘোরাঘুরি শেষে বাড়ী ফেরার পথে এ মর্মান্তিক দূঘটনা ঘটে। নিহত মাসুদ রানার লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। কাভার্টভ্যানটি থানায় আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।