যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন করে গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছেন। নিহত তানহা তাবাচ্চুম তিনথী (২৪) বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভাটিখানা গাউয়াসার জোড় মসজিদ এলাকার বাসিন্দা সোয়েব মাহমুদের স্ত্রী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগরীর কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেছেন-নিহতের বাবা জাফর ইকবাল বাদী হয়ে নিহতের স্বামী সোয়েব মাহামুদ, তার মা সেলিনা পারভীন, বোন রেনু বেগমসহ মোট পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রধান আসামি নিহতের স্বামী সোয়েব মাহমুদকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে সামাজিকভাবে তানহার বিয়ে হয় সোয়েব মাহামুদের সাথে। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও ননদ মিলে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় প্রায়ই তানহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তারই জের ধরে গত ৯ সেপ্টেম্বর বিকেলে আসামিরা তানহাকে এলোপাতাড়ি মারধর করলে সে (তানহা) জ্ঞান হারিয়ে ফেলে। এসময় মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তানহাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।