কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। এ সময় লাল কলম প্রদর্শন করে বাল্যবিয়েকে না বলে শপথ পাঠ করেন তারা। জানানো হয়, বাল্যবিয়ে সামিাজিক ব্যাধি, এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অল্প বয়সে ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎকে বিপথগামী করে তুলছে। তাই এর বিরুদ্ধে জনসচেতনা গড়ে তোলা জরুরি। বাংলাদেশ স্কুল সোসাইটির আয়োজনে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর সহযোগিতায় শুক্রবার বিকালে পৌর শহরের ১০ টাকার হাসপাতাল নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনোস্টিক হলরুমে আয়োজিত শিক্ষার মান উন্নয়নে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডার গার্টেন) সমূহের প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা শেষে বাল্য বিয়ের বিরুদ্ধে এই শপথ পাঠ করেন শিক্ষক, সাংবাদিক, এনজিওকর্মী, স্বেচ্ছাসেবকসহ অনেকে। সব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও ফুল এর প্রতিনিধিকে সদস্য সচিব করে বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষকদের সমন্বয়ে একটি শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়। ডা. আব্দুস ছামাদ শিশু নিকেতনের সহকারী শিক্ষক মনজুরুল আরমের সভাপতিত্বে এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের। এ ছাড়াও প্রগতী শিশু নিলয়ের পরিচালক আব্দুস ছালাম, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, নুরনবী সরকার, নাখারগঞ্জ আইটি পাঠশালার প্রধান শিক্ষক বিনা রানী রায়, শিশু বিতান নাগেশ্বরীর সহকারী শিক্ষক দিলিপ কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।