বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট উত্তর অঞ্চল শাখার উদ্যোগে অর্ধদিবস বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফকিরহাট কাজি আজহার আলি কলেজ অডিটরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু দারদা।
জেলা অর্থ সম্পাদক আল মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক ইনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা অর্থ সম্পাদক ও ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম।
দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। কর্মী শিক্ষা বৈঠকে ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী উপজেলা এবং বারুইপাড়া, যাত্রাপুর ইউনিয়নের বাছাইকৃত কর্মীগণ উপস্থিত ছিলেন।