ব্যারিস্টার মানিক

হিন্দু-মুসলিম নিয়ে কোন ভেদাভেদ নয়, আমরা সবাই বাংলাদেশী

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
হিন্দু-মুসলিম নিয়ে কোন ভেদাভেদ নয়, আমরা সবাই বাংলাদেশী

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল আসন জয় লাভ করে জনগণের সরকার গঠন করবে জানিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার গণঅভ্য্ত্থুানের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়। ৫ আগস্টের পর দেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার দেখতে চায়। আগামি নির্বাচনে বিএনপিই হবে জনগণের সরকার।

শুক্রবার (১২ সেপ্টেম্ব) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দির বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামকের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে শহীদ সাগর চত্বরে পথসভায় তিনি একথা বলেন।

শহীদ সাগর চত্বর থেকে বিশাল একটি মোটরসাইকেলের র্যালী নিয়ে সদর ইউনিয়নের তালপট্রি, ভীমনগর, জঙ্গল ইউনিয়নের ঢোলজানী হয়ে নারুয়া ইউনিয়ন, নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং কালুখালীর মৃগী বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে বেশ কয়েকটি জায়গাতে পথসভা করেন ব্যারিস্টার কাজী রহমান মানিক। এ সকল পথসভায় তিনি বলেন, বিএনপি থেকে যদি আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে প্রথমেই আমি মাদকমুক্ত একটি সমাজ গড়ার অঙ্গিকার ব্যক্ত করছি। সেই সাথে রাজবাড়ী-২ আসন হবে একটি শান্তিপূর্ণ জনপদ। এখানে সন্ত্রাসের কোন স্থান হবেনা। তাছাড়া এলাকার শিক্ষা ও স্বাস্থ্যখাতকে উন্নয়নের অগ্রাধিকার ভিত্তিতে রাখা হবে।

হিন্দু-মুসলিম মিলেমিশে থাকার কথা জানিয়ে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, আমরা হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ করতে চাইনা। আমরা সবাই মিলেমিশে একসাথে বাস করতে চাই। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। 

লিফলেট বিতরণের সময় বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রফিকুজ্জামান লিটনসহ বালিয়াকান্দি উপজেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে