ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫জন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরতর আহত ৫জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে ওসি মেহেদী হাসান মাসুদ জানান,তাফরিদ কটন মিলের সামনে ফোর লেন সড়কে সংস্কার কাজ চলছে। ফলে এ অংশে উল্টো পথে গাড়ী চলাচল করে। উল্টো পথে ঢাকাগামী শ্যামলী বাংলার একটি বাস নেত্রকোনা গামী বাসের সাথে মুখমোখী সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ ধুমরেমুরচে যায়। ঘটনাস্থলে অজ্ঞাত দুই জন নিহত্। আহত হয় ১৫ জন। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ও আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিশ বাস দুটিকে জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।