হারানো, চুরি কিংবা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল, প্রতারণা করে বিকাশে নেয়া টাকা উদ্ধার করে দিলো আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল। বুধবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এর সাইবার ক্রাইম সেল আনুষ্ঠানিকভাবে এসব হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা ফেরত দেন মালিকের কাছে। আর্মড পুলিশের অধিনায়ক আলী আহমদ খান ভুক্তভোগীদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। দেশের বিভিন্ন এলাকার একশত এক জনের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দেন। পাশাপাশি বিকাশে টাকা প্রতারনার ৩ জনকে ৩৮ হাজার টাকা, ৫টি হ্যাক হওয়া ফেইসবুক আইডি এবং ১টি টেলিগ্রাম আইডি উদ্ধার করে ফেরত দেন। এসব হারানো সামগ্রী ফেরত পেয়ে ভুক্তভোগীরা দারুন খুশি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন ২ এর অধিনায়ক আলী আহমদ খান জানান, মুক্তাগাছা ও বান্দরবনে আমাদের দুটি সাইবার ক্রাইম সেল রয়েছে। দেশের যে কোন জেলা বা উপজেলায় যদি কারো মোবাইল চুরি বা হারানো যায় সেগুলো উদ্ধার করবে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সাইবার ক্রাইম সেল। এছাড়াও বিকাশে প্রতারণার বিষয়েও পদক্ষেপ ও ফেসবুক হ্যাক হলেও ব্যাবস্থা নেয়া হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ান ২ এর ফেসবুক পেইজ, ইমেইল অথবা সশরিরে গিয়ে এসব বিষয়ে প্রতিকার চাইতে পারবেন ভুক্তভোগীরা।