বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও স্থপতি।
জিয়াউর রহমান সবসময় মনে করতেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য গণতন্ত্র। তিনি স্বপ্ন দেখতেন এক স্বনির্ভর বাংলাদেশের। অন্যকোনো নেতার মতো তিনি শুধু স্বপ্নে বিভোর থাকেননি। যথাযথ এবং কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। সেইলক্ষ্যকে সামনে রেখে ১৯৭৭ সালে তিনি প্রণয়ন করেন ১৯ দফা কর্মসূচি। তার ঘোষিত ১৯ দফা ছিল উন্নয়নের মূলমন্ত্র। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে দেশের প্রতিটি ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল, তার পেছনে গাইডলাইন হিসেবে কাজ করেছে ১৯ দফা।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ান ইলেভেন থেকে শুরু করে দলের দুর্দীনে তৃণমূলের একমাত্র কান্ডারী ও ক্লিন ইমেজের নেতা হিসেবে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-দেশের স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সক্রিয় ও প্রত্যক্ষ ভূমিকার জন্য দেশবাসী আজো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জিয়াউর রহমানের সেই গণতন্ত্র ও উন্নয়নের ধারা ধরে রেখেছেন বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর জিয়াউর রহমানের সেই ১৯ দফা আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্বপ্নের ৩১ দফা।
বিগত পতিত সরকারের সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দলের প্রতিটি কর্মসূচি পালন করতে গিয়ে অসংখ্যবার হামলা পরেও একাধিক মামলায় দীর্ঘদিন কারাবরণ করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেছেন-তারেক রহমানকে যারা ভালবাসেন, বিএনপিকে যারা ভালবাসেন তারা দলের শৃঙ্খলাবিরোধী কোন কাজের সাথে জড়িত হতে পারেন না।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে রামসিদ্ধি বাজারে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারনের সাথে ৩১ দফার সুফল নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-তারেক রহমানের স্বপ্নের ঘোষিত ৩১ দফার সুফল প্রতিটি ভোটারদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়াই হবে বিএনপি কর্মীদের প্রধান কাজ।
স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।