বলিউডের কিং খান শাহরুখ খান দেশের মাটিতে ফিরে এসেছেন পোল্যান্ড থেকে, যেখানে চলছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তার নতুন সিনেমা ‘কিং’–এর শুটিং। ছবিটির বাজেট, কাস্ট এবং শাহরুখের নতুন লুক নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। শুটিং চলছিল জোরকদমে, তবুও তড়িঘড়ি দেশে ফেরার বিশেষ কারণ প্রকাশ পেয়েছে।
ভারতের ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ হাতে পুরস্কার তুলে দেবেন শাহরুখকে। তিনি এই পুরস্কার গ্রহণ করতে চলেছেন তেইশ সালের ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমার জন্য, যা তার তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রথম জাতীয় স্বীকৃতি। এই বিশেষ মুহূর্ত হাতছাড়া করতে চাইছেন না সুপারস্টার, তাই পোল্যান্ড থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বলিউড সূত্রে জানা গেছে, হাতের চোট সারিয়ে বিদেশে শুটিং শুরু করেছিলেন শাহরুখ। পোল্যান্ডের শুটিংয়ে থ্রিলার ও অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি হচ্ছিল ‘কিং’। সম্প্রতি সেখানে ফাঁস হওয়া ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক নেটপাড়া ও অনুরাগীদের মধ্যে তুমুল উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকে পূর্বাভাস দিয়েছেন, তেইশ সালের ‘জাওয়ান’–এর মতোই এই ছবিতে শাহরুখ আবারও পর্দায় ঝড় তুলবেন।
এর মধ্যেই দেশের মাটিতে জাতীয় স্বীকৃতি গ্রহণের সুযোগ তাকে শুটিং থেকে বিরতি নিতে বাধ্য করেছে। ছবির কাস্ট ও শুটিং সংক্রান্ত নানা তথ্য এখনও নেটপাড়া উন্মাদনার কারণ হিসেবে রয়েছে, কিন্তু প্রধান আকর্ষণ এখনো শাহরুখের জীবনের প্রথম জাতীয় পুরস্কার।