বাগেরহাটের মোল্লাহাটে মটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ভান্ডারখোলা এলাকায় মোল্লাহাট - চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের ভ্যান চালক রাহাত মোল্লা (২৩), মটরসাইকেল আরোহী গাড়ফা গ্রামের তারেক খাকী (২০) ও মানিক শেখ (২০)।