বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে শ্রীরামকাঠী বাজারে গণসংযোগ করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের সভাপতি কাজী মোসলেহ্ উদ্দিনে সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত আগামী নির্বাচনের এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।
এ সময় আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ।
এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এ সময় দাওয়াতী পক্ষ ও গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সোহরাব হোসাইন জুয়েল, পিরোজপুর পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারী হাফেজ ইমরান হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মো: জাহিদুল হক প্রমূখ।