বগুড়া শেরপুরে অনুষ্ঠিত লেখক-পাঠক আড্ডা- ২০২৫

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
বগুড়া শেরপুরে অনুষ্ঠিত লেখক-পাঠক আড্ডা- ২০২৫

বগুড়া শেরপুরে গল্প বিষয়ক পত্রিকা পারাপার এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লেখক-পাঠক আড্ডা-২০২৫। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকার ফিউচার মাইন্ডস স্টুডিও ক্যাফেতে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল এর সভাপতিত্বে আড্ডায় অংশ নিয়েছিলেন স্থানীয় লেখক, পাঠক, শিল্পী ও সুধীজনেরা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সংস্কৃত ব্যক্তিত্ব পুলক কুমার ভট্টাচার্য্য, ডা. মনিরুজ্জামান স্বপন, ডা. রাফসানা জাহান রিম্মী, ধুনট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও শেরপুরের জয়লা জুয়ান ডিগ্রি কলেজের প্রদর্শক জাকিয়া পারভিন মুক্তি। পারাপার এর সম্পাদক নাহিদ হাসান রবিন এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রাশেদুল হক, শফিকুল ইসলাম বাবলু, কবি লতিফ আদনান, সিকতা কাজল, আব্দুল মোমিন শাওন, অনন্য রাসেল, বিশ্বজিৎ দাশ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সবাইকে বই পড়তে আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই পর্বে সংগীত পরিবেশন করেন আল আফরোজ খান তিথী, রেজওয়ান হাসান শিশির, অমিত হাসান মুক্ত, অনসূয়া ভট্টাচার্য্য, সাবিনা ইয়াসমিন ও নাহিদ হাসান রবিন।

আপনার জেলার সংবাদ পড়তে