জাকসু নির্বাচন: ভোট গণনা শেষ, ফলাফল ঘোষণা চলছে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৯ পিএম
জাকসু নির্বাচন: ভোট গণনা শেষ,  ফলাফল ঘোষণা চলছে

জাকসু নির্বাচনের ভোট গ্রহণের দুই দিনের মাথায় ফলাফল ঘোষণা শুরু হয়েছে।  শনিবার বিকেল পাঁচটার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরুতেই ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হচ্ছে।

 নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সদস্যসচিব সিনেট কক্ষে শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে প্রবেশ করেন। মারা যাওয়া শিক্ষকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ৫টা ১৫ মিনিটে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়।

ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।


আপনার জেলার সংবাদ পড়তে