সিরাজগঞ্জে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আলী সরকার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গত ১২/০৯/২৫ শুক্রবার ভোরে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ মোড়ে পৌছালে মালবাহী ট্রাকের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যুবরণ করেন। বাদ মাগরিব বাশাইল কবরস্থান মাঠে জানাযা শেষে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে স্ত্রী দুই সন্তান সহ সমাজে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।