৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত ও সুশাসন গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক। তিনি বিশ্বাস করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত এই ৩১ দফাই রাষ্ট্র সংস্কারের রূপরেখা, যা বাস্তবায়ন হলেই দেশে ফিরবেন তারেক রহমান এবং ফিরে আসবে জনগণের অধিকার।
৩১ দফা ঘোষণার পর থেকেই কাজী রহমান মানিক হাট-বাজারে জনসমাগম ঘটিয়ে সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ, র্যালী, পথসভা করে চলেছেন। উপজেলা সদর, ইউনিয়ন, হাট-বাজার, গ্রামগঞ্জ সর্বত্র মানুষের মাঝে এই ৩১ দফার পক্ষে জনমত গঠনে নিরলসভাবে কাজ করছেন তিনি ও তাঁর সহযোদ্ধারা। যে যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রতিটি সভা-সমাবেশেই মানুষ আগ্রহ নিয়ে শুনছে তাঁর বক্তব্য, অংশ নিচ্ছে আলোচনায়, জানাচ্ছে সমর্থন।
ব্যারিস্টার মানিক বালিয়াকান্দি উপজেলা সদর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি আব্দুল হাদী ও ফিরোজা বেগমের বড় সন্তান। শৈশব থেকেই ছিলেন মেধাবী ও পরিশ্রমী। ১৯৮৬ সালে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, ১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে একই বিষয়ে ডবল কোর্স এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের গুরুত্বপূর্ণ আইন পেশায় সহকারি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করছেন, যা তাঁর মেধা ও নিষ্ঠার উজ্জ্বল স্বীকৃতি।
৩১ দফার জনমত গঠনের প্রচারণায় কাজী রহমান মানিক বলেন, “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। এটি বাস্তবায়ন হলে মানুষ তার ভোট ও মতপ্রকাশের অধিকার ফিরে পাবে। দেশে সন্ত্রাস-নৈরাজ্য থাকবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, মুখে হাসি ফুটবে। এই ৩১ দফায় মাটি ও মানুষের কথা তুলে ধরেছেন তারেক রহমান।”
তিনি শুধু রাজনৈতিক বার্তাই দিচ্ছেন না, দিচ্ছেন সামাজিক সম্প্রীতিরও বার্তা। তিনি বলেন, “হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ করা যাবে না। আমরা সবাই মিলেমিশে একসাথে বাস করতে চাই। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।” তাঁর এই মানবিক বার্তা সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে।
সবশেষ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে শহীদ সাগর চত্বরে পথসভা করেন। এরপর বিশাল মোটরসাইকেল র্যালি নিয়ে সদর ইউনিয়নের ভীমনগর, তালপট্রি, জঙ্গল ইউনিয়নের ঢোলজানী, নারুয়া, নবাবপুর, এমনকি কালুখালীর মৃগী বাজার পর্যন্ত ঘুরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। প্রতিটি জায়গাতেই জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষের মুখে মুখে এখন কাজী রহমান মানিকের নাম, তাঁর প্রচারণা নতুন করে আশা জাগাচ্ছে তরুণ-প্রবীণ ভোটারদের মনে।
ব্যারিস্টার মানিক বিশ্বাস করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল আসন জয়লাভ করে জনগণের সরকার গঠন করবে। তিনি বলেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের জন্য রাজনীতি করতে চাই।”
নিজস্ব মেধা, সততা, কর্মনিষ্ঠা এবং জনসেবার মানসিকতা দিয়ে কাজী রহমান মানিক রাজবাড়ী-২ আসনের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। জনসেবাকে লক্ষ্য করে রাজনীতিকে নতুন দৃষ্টিতে দেখছেন তিনি, আর তাই সাধারণ মানুষও আশার দৃষ্টিতে তাকিয়ে আছেন তাঁর দিকে।