নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১ বোতল অবৈধ ভারতীয় মদসহ কলমাকান্দা উপজেলার মো. হৃদয় মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতিকিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে রেইডিং টিম একটি নম্বরবিহীন অটোরিকশা তল্লাশি করে মদের বোতলগুলো জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা।
আটক হৃদয় মিয়ার বাড়ি কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।