মুলাদীতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও বৃত্তি প্রদান

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম
মুলাদীতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও বৃত্তি প্রদান

বরিশালের মুলাদীতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা ও ৩৫জন ছাত্রছাত্রীকে বৃত্তিপ্রদান করা হয়। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও বৃত্তি প্রদান করে।

এতে সভাপতিত্ব করেন, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. সৈয়দ জাহিদ হোসেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোশাররফ হোসাইন জিলু, ঢাকা মুগ্ধা মেডিকেল কলেজ নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বলেন, প্রতিবছর অ্যাসোসিয়েশন থেকে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এবছর ৩৫জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে