পিরোজপুরে জামায়াত প্রার্থী শামীম সাঈদীর নৌযানে গণসংযোগ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
পিরোজপুরে জামায়াত প্রার্থী শামীম সাঈদীর নৌযানে গণসংযোগ

পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহীদ মাওলানা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী নৌ-র‌্যালী করে দাড়িপাল্লায় ভোট চেয়েছেন। শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শতাধিক ইঞ্জিন চালিত বোট নিয়ে এ নৌ-র‌্যালী ও গণসংযোগ করেন। র‌্যালীটি ছারছিনা মাদরাসা ঘাট থেকে শুরু হয়ে ইন্দুরহাটসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে গণসংযোগ করেন শামীম সাঈদী। গণসংযোকালে তিনি বলেন, জামায়াত ইসলামী এ দেশের মানুষের দুঃখ ঘুচাতে চায়। এ উপজেলায় নদী ভাঙনে অনেকের বাড়ীঘর, জমিজিরোত বিলীন হয়েছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের ভোটে নির্বাচিত নদী ভাঙন রোধসহ সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমরা চাই এদেশটি ন্যায় ও ইনসাফের দেশ হোক। এ দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট এর জন্ম না হয় সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। 

আপনার জেলার সংবাদ পড়তে