দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগী চর গ্রাম থেকে শুক্রবার রাতে অস্ত্রের মুখে সাইফুল ইসলাম(৪০) নামে এক গরু ব্যবসায়ী কে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও,এলাকা বাসী সূত্রেজানা গেছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পদ্মা নদীপথে স্পিডবোর্ড যোগে এসে ৭-৮ জনের সশস্ত্র সন্ত্রাসী দল গুলি করে ত্রাস সৃষ্টি করে বৈরাগীচর গ্রামের গুরু ব্যবসায়ী সাইফুল ইসলামকে বাড়ির লোকজনের সামনে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় স্পিডবোর্ড যোগে।গরু ব্যবসায়ী সাইফুল মরিচার বৈরাগীসার গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। সে গরু ছাগলের ব্যবসা সহ কসাই এর কাজ করতে বলে জানা গেছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং অপহৃত সাইফুল ইসলামকে উদ্ধারের চেষ্টা চালায়। শনিবার দিনভর পুলিশ সাড়াসি অভিযান চালায় পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ সহ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে দৌলতপুরে গত এক সপ্তাহে খুন অপহরণ সহ নানাবিদ সন্ত্রাসী কর্মকান্ড সচেতন এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। সম্প্রতি কালে আইন-শৃঙ্খলার ও চরম অবনতি ঘটেছে। এলাকাবাসী পুলিশের পাশাপাশি সেনা টহল সহ অভিযান জোরদার ও দিলীপ নগর মরিচার মাঝামাঝি স্থানে র্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।