বাগেরহাটে বিএনপি নেতার প্রেসব্রিফিং

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩ পিএম
বাগেরহাটে বিএনপি নেতার প্রেসব্রিফিং

ঐতিহ্যবাহী বাগেরহাটের সংসদীয় একটি আসন অযৌক্তিকভাবে বাদ দেওয়া এবং হয়রানিমূলক সীমানা নির্ধারণের প্রতিবাদে প্রেসব্রিফিং করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। শনিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজ কার্যালয়ে তিনি এ প্রেসব্রিফিং করেন।

মৌখিক প্রেসব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) থেকে বেআইনিভাবে বাগেরহাটের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। পূর্বের চারটি আসনের পরিবর্তে একটি আসন বাদ দিয়ে তিনটি আসন করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, হঠাৎ করেই বাগেরহাট-১ আসন (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) থেকে ফকিরহাটকে আলাদা করে মোল্লাহাট-চিতলমারী-বাগেরহাট নিয়ে নতুন আসন গঠন করা হয়েছে। অথচ মোল্লাহাট ও চিতলমারী থেকে বাগেরহাট যেতে হলে ফকিরহাট বা কচুয়া উপজেলা অতিক্রম করতে হয়। যে উপজেলা সরাসরি যোগাযোগবিহীন এবং ৫০ কিলোমিটারের অধিক দূরে, সেটিকে যুক্ত করা এবং নিকটবর্তী উপজেলা ফকিরহাটকে সরিয়ে ৬০ কিলোমিটার দূরে রামপাল ও মংলার সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ হয়রানিমূলক সিদ্ধান্ত।

এ প্রসঙ্গে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আবারও আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার হরতালের ডাক দেওয়া হয়েছে। ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, "ইসি বাগেরহাটে বেআইনি আসন বিন্যাস করেছে। এটি কেউ মেনে নেবে না। আমরা আশা করি আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং বাগেরহাটে পূর্বের মতো চারটি আসন পুনর্বহাল হবে।"

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বাগেরহাটবাসীর আস্থা ও শ্রদ্ধা অর্জনের জন্য সুশৃঙ্খল পূর্ব অবস্থা ফিরিয়ে আনতে হবে।"

এসময় উপস্থিত ছিলেন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী ও সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া সহ নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে