সেনবাগে পুকুরের পানিতে ডুবে মোঃ মাযাস খান (৬) নামের এক শিশু মারা গেছে। নিহত মাযাস উপজেলার ৫ নং অজুনতলা ইউপি নজিরনগর গ্রামের খান বাড়ির কাতার প্রবাসী ইয়াছিন খান প্রকাশ ইলিযাস খানের ছেলে।
জানাগেছে, শনিবার দুপুরে শিশু মায়াস তাদের বসতগঘর সংলগ্ন পুকুর পাড়ে খেলা করছিল। দীর্ঘ সময় ধরে সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে চৌমুহনী কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।