চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া নাচোলে গণসংযোগ করেছেন। এ উপলক্ষে তিনি ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় নাচোল পৌর এলাকার গুরুত্বপুর্ণ সড়কে মোটরসাইকেল র্যালী প্রদক্ষিণ করে নাচোল বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় বক্তব্যে রাখেন। তিনি দলের মধ্যে বিভক্তি দুর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক জিয়া ঘোষিত ৩১দফা বাস্তবায়নে আাগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রাথীর পক্ষে ঝাপিয়ে পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একজোট হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভাশুর-ভাবির রাজনৈতিক লুকোচুরি খেলা ও দলের মাঝে বিভক্তি সৃষ্টির কঠোর সমালোচনা করেন।